নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের জন্য অফিস কক্ষ বরাদ্দ দেয়া হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের নতুন ভবনের নিচ তলায় এ কক্ষের উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যা।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. শুভ তালুকদারের সভাপতিত্বে ও ডা. চৌধুরী সানজিদা হায়দারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ নোয়াখালীর সভাপতি ডা. ফজলে এলাহী খাঁন, সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. বিমল দাস প্রমূখ।
এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের শিক্ষানবিশ চিকিৎসকরা সানন্দে উপস্থিত ছিলেন। এই প্রথম হাসপাতালে নিজস্ব অফিস কক্ষ পেয়ে আনন্দ প্রকাশ করেন শিক্ষানবিশ চিকিৎসকরা।


0 Comments