এবারের ঈদুল ফিতরের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফেরা শিক্ষার্থীরা স্বস্তিতে থাকলেও দুশ্চিন্তায় পড়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলের শিক্ষার্থীরা। তাদের বাড়ি ফেরার স্বস্তিতে বাঁধ হয়ে দাঁড়িয়েছে বন্ধ হলে ঘটে যাওয়া জঘন্য চুরির ঘটনা।
আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন সময় ছুটিতে যখন বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ থাকে তখন জানালার গ্রিল কেটে হলের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের নানা মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরেরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় বন্ধের সময় হলে চুরির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও তারা এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩১ মে (শুক্রবার) সকাল থেকে ১২ জুন (বুধবার) সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। তাই এবারও বাড়ি ফেরা শিক্ষার্থীরা দুশ্চিন্তায় পড়তে হয়েছে।
ভাষা শহীদ আব্দুস সালাম হলের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩১ জানুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয় ছুটি ছিল। ওই সময় হলের শিক্ষার্থীরা বাড়িতে গেলে হলের বিভিন্ন রুমের তালা ভেঙে ও জানালার গ্রিল কেটে কয়েকটি আলমারি ও শিক্ষার্থীদের অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়।
ঈদের ছুটিতে আবাসিক হলের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. গাজী মহসীন জানান, জাতীয় নির্বাচনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা খুবই মর্মাহত। উপাচার্যের নির্দেশে এবারের ঈদের ছুটিতে হলের সকল শিক্ষার্থীদেরকে সকল জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে।
হলের বাড়তি নিরাপত্তার জন্য অতিরিক্ত পাহারাদার নিয়োগ করা হয়েছে। প্রত্যেকটি হলের সামনে ও পেছনে একজন করে পাহারাদার থাকবে বলেও তিনি জানান।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রবিউল হাসান রনি বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে এ ধরনের ঘটনা খুবই নিন্দনীয় ও ঘৃনিত। আবাসিক হলের নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে।



0 Comments