Breaking News

header ads

পারিবারিক কলহের জের ধরে কোম্পানীগঞ্জে যুবকের আত্মহত্যা!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে শুভ দাস (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সোমবার দুুপুরে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জাইল্লা বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানাযায়। শুভ ওই এলাকার মৃত দুলাল দাসের ছেলে। 


জানা গেছে, শুভ’র সাথে পারিবারিক বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মাঝে কিছু দ্বন্দ ছিল। এ ঘটনায় শুভ মানষিক ভাবে চাপে ছিল বলে এলাকাবাসী জানিয়েছেন।

সোমবার দুপুরে শুভ নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী প্রেরণ করে। 

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

Post a Comment

0 Comments