Breaking News

header ads

জরিমানা থেকে বাঁচতে প্লাস্টিকের বাটি মাথায় মোটর সাইকেল আরহীর!

মোটরসাইকেল আরোহীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে মাথায় হেলমেট ব্যবহার করে থাকে। হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চড়লে বড় ধরনের দূর্ঘটনা ছাড়াও জরিমানার সম্মুখীন হতে হয় আরোহীকে। 

এবার মামলা থেকে ‘রেহাই পেতে’ ঢাকার রাস্তায় এক আরোহীকে মাথায় প্লাস্টিকের বাটি ব্যবহার করতে দেখা গেছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি পোস্ট করেছেন 'আনাম আবরার' নামের এক তরুণ। 

তিনি ক্যাপশনে লিখেছেন, "মাথায় যদি থাকে গামলা, দিতে পারবে না কোনো মামলা"। আনাম আবরারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ওই ব্যক্তিকে চিনি না। কৌতুহল থেকেই আমি ওই ব্যক্তির ছবি তুলেছি। আমার মনে হয়েছে তিনি মামলা থেকে বাঁচতেই প্লাস্টিকের বাটি মাথায় দিয়েছেন।

Post a Comment

0 Comments